জুভেন্টাসে
দুই বছর লোনে থাকার পর জুলাইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরে আসা আলভারো মোরাতা তুরিনে
ইতালীয় দল জুভেন্টসের বিপক্ষে রবিবারের প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করেন।
স্পেনের এই
স্ট্রাইকার প্রথমার্ধে দুটি গোল করেছিলেন এবং পরের হাফে আরেকটি গোল করে হ্যাট্রিক পূরণ
করেন। এই ম্যাচটি হওয়ার কথা ছিলো ইজরাইলে। কিন্তু নিরাপত্তাজনিত কারণ থাকায় ম্যাচটি
সরিয়ে তুরিনে আনা হয়।
ম্যাথিউস কুনহা
অ্যাটলেটিকোর জন্য স্টপেজ টাইমে চতুর্থ গোলটি করেছেন, ১৫ আগস্ট থেকে গেটাফের বিরুদ্ধে
তাদের লা লিগা অভিযান শুরু করবে দলটি।
অপরদিকে সাসুওলোর
ঘরের মাঠে একই দিনে সেরি এ মৌসুম শুরু করবে জুভেন্টাস। রোনালদোতে সাফল্য না পাওয়া পর
রোনালদো জুভেন্টাস ছেড়ে চলে যায়। এরপর থেকে জুভেন্টাস এখনো সেভাবে ঘুরে দাড়াতে পারেনি।
অপরদিকে রোনালদো ইউনাইটেডে গিয়েও এখনো কোনো সাফল্য পাননি।
0 মন্তব্যসমূহ