all-india-football-federation-afp

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ভারতের ফুটবলের নিয়ম লঙ্ঘনকে "ফিফা আইনের গুরুতর লঙ্ঘন" বলে অভিহিত করেছে। ফিফা সোমবার ভারতীয় ফুটবল ফেডারেশনকে "তৃতীয় পক্ষের অযাচিত প্রভাবের কারণে নিষেধাজ্ঞা দিয়েছে।

 সহজ কথায় দূর্নীতি করে ফিফার নিয়ম ভঙ্গ করে নিজের মত নিয়ম বানানোয় তারা এ নিষেধাজ্ঞা পেলো। অক্টোবরে দেশের অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপের মঞ্চায়ন হওয়ার কথা ছিলো ভারতে, এ নিষেধাজ্ঞার কারণে তারা আর অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন করতে পারবে না। খুজতে হবে নতুন আয়োজক।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) তার দৈনন্দিন বিষয়গুলির সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে না পাওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে, ফিফা এক বিবৃতিতে জানিয়েছে।

প্রাক্তন প্রধান প্রফুল প্যাটেল নতুন নির্বাচন ছাড়াই তার মেয়াদের পরেও অফিসে থাকার পরে এআইএফএফ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে এবং প্রশাসকদের দ্বারা পরিচালিত হচ্ছে, যা আদালত অবৈধ বলে রায় দিয়েছে।

ভারত 11-30 অক্টোবর অনুর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপের আয়োজক হওয়ার কথা।

আরো দেখুন: কাতার বিশ্বকাপের সময়সূচী পরিবর্তন