বিভূতিভূষণ বন্দোপাধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার কাচঁরাপাড়ার কাছেই ঘোষপাড়া-মুরারিপুড় গ্রামে ১৮৯৪ খ্রিষ্টাব্দের ১২ সেপ্টেম্বর  জন্মগ্রহণ করেন। মৃত্যবরণ করেন ১৯৫০ সালে।

সাহিত্যকর্মঃ তিনি বেশ কিছু উপন্যাস লিখেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু উপন্যাসের নাম হল- অপরাজিত, ইছামতী, আরণ্যক, অশনি সংকেত, চাঁদের পাহাড় ও পথের পাঁচালী। এর মধ্যে পথের পাঁচালী জগৎ বিখ্যাত কারণ এটি আরো কয়েকটি ভাষায় অনূদিত হয় যেমন ইংরেজি ও ফরাসি। এ উপন্যাসের প্রধান চরিত্রগুলোর নাম বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। উপন্যাসের প্রধান চরিত্রগুলো হল অপু ও দুর্গা। ১৯২৯ সালে উপন্যাসটি প্রকাশিত হয়। তিনি অভিযাত্রিক নামে একটি ভ্রমণকাহিণীও লিখেছেন।

বিভিন্ন পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ

১. বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর পথের পাঁচালী এর প্রকাশকাল কত?

   উত্তরঃ ১৯২৯


২. ‘অপু’ কোন উপন্যাসের চরিত্র?

     উত্তরঃ পথের পাঁচালী।


৩. বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর পথের পাঁচালী একটি-

   উত্তরঃ উপন্যাস।


৪. ‘পথের পাচাঁলী উপন্যাসের রচয়িতা কে?

    উত্তরঃ বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।


৫.’আরণ্যক’ কার রচনা?

    উত্তরঃ বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।


৬.’অপু ও দূর্গা’ কোন উপন্যাসের চরিত্র?

     উত্তরঃ পথের পাঁচালী।


৭. ‘অপরাজিত’ উপন্যাসের লেখক-

     উত্তরঃ বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।


৮. বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর উপন্যাস কোনটি?

     উত্তরঃ আরণ্যক।


৯. ‘ইছামতী’ কার রচিত উপন্যাস?

   উত্তরঃ বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।


১০. চাঁদের পাহাড়’ কার রচিত উপন্যাস?

   উত্তরঃ বিভূতিভূষণ বন্দোপাধ্যায়